সু চির দল ‘বিলুপ্ত করতে যাচ্ছে’ জান্তার নির্বাচন কমিশন
ইন্টারন্যাশনাল ডেস্ক : মিয়ানমারে সামরিক জান্তার নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত করতে যাচ্ছে।
এক কমিশনারকে উদ্ধৃত করে শুক্রবার সংবাদমাধ্যম মিয়ানমার নাও এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জান্তা-নিযুক্ত কমিশনের দাবি, গত বছর নভেম্বরের সাধারণ নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে সু চি’র দল বিলুপ্ত করার এ সিদ্ধান্ত হয়েছে; এনএলডিসহ একাধিক দল বৈঠকটি বয়কট করে, জানিয়েছে মিয়ানমার নাও। জান্তা সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা বেআইনি।
‘এ কারণে আমরা দলটির নিবন্ধন বাতিল করে দেবো। যারা এমনটা (জালিয়াতি) করেছে তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি,’ বলেছেন তিনি।
মিয়ানমার নাও-র এই খবর নিয়ে তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্র এবং গণতন্ত্রপন্থি জাতীয় ঐক্যের সরকারের কারও মন্তব্য পাওয়া যায়নি। গণতন্ত্রপন্থি এ ছায়া সরকারে সু চি’র দল এনএলডির সদস্যরাও আছেন। মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তাদের প্রতিনিধিরাও আছেন।