মাধুরী ম্যাজিক!
জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার জন্য বিশেষভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।
সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। তার অভিনয় ক্যারিয়ারে অন্যতম সেরা চরিত্র এটি। আজও সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসিত হয় চন্দ্রমুখী রূপে তার অভিনয়।
ফের মাধুরীকে নিয়ে পর্দায় ম্যাজিক দেখাতে চাইছেন সঞ্জয় লীলা বানসালি। নেটফ্লিক্সের সঙ্গে মিলে ‘হীরা মান্ডি’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন এই নির্মাতা। এতে একটি মুজরা গানে নাচতে দেখা যাবে ‘ধাক ধাক গার্ল’ মাধুরীকে। বলা হয়, অভিনেত্রী রেখার পর মাধুরীই সবচেয়ে ভালো মুজরা নাচ পারেন। আর সিনেমাটিতে এটিই সবচেয়ে আকর্ষণীয় সিক্যুয়েন্স। বানসালি মনে করছেন, মাধুরী এই সিক্যুয়েন্সটি সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবেন। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানান, গানটির ব্যাপারে মাধুরী আগ্রহ দেখিয়েছেন।
বানসালি মনে করছেন, মাধুরীর নাচে যে বিষয়গুলো রয়েছে তা আর কারো মধ্যে নেই। আট-দশ দিনের শুটিং শিডিউল। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন মাধুরী। ঐতিহাসিক-ড্রামা ঘরানার এই সিনেমা ডিজিটাল ফ্ল্যাটফর্মেই মুক্তি দেওয়া হবে।