চকরিয়ায় পানিতে পড়ে প্রাণ গেল মৎস্য চাষীর

কক্সবাজারের চকরিয়ায় দুই নৌকার ধাক্কায় পানিতে পড়ে মোহাম্মদ দুলাল (৫৬) নামের এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার রামপুর চিংড়ি ঘেরের ইছারফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন আবুল কালাম (৫৩) নামের আরেক মৎস্য চাষী। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত দুলাল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বুড়ির পাড়ার মৃত গোলাম ছোবহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যুবায়ের। তিনি বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসে। রবিবার সকালে তাকে বিনা ময়নাতদন্তে দাফন করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.