অকটেন রাখায় দোকানির জরিমানা

নগরের বন্দর থানাধীন পুরাতন পোর্ট মার্কেট এলাকার একটি দোকানে বেআইনিভাবে অকটেন বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা ও ৫৫ লিটার অকটেন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

বন্দর সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনজুরুল আলমের দোকানে জ্বালানি তেল বিক্রির লাইসেন্স ছাড়া অকটেন বিক্রি হচ্ছে এনএসআই বন্দর টিমের এমন গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৫৫ লিটার অকটেন জব্দ এবং দোকানমালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সংলগ্ন পুরাতন পোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জায়গায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

Your email address will not be published.