কক্সবাজারে দুই পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) খুরুশকুল কাউয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করে ।

আজ মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খুরুশকুল কাউয়ার পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. কায়ছার (২৮) ও তার ভাই মো. মামুন (৩০)।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কক্সবাজারের ডিবি ওসি শেখ মো. আলী।

তিনি বলেন, কায়সারের বিরুদ্ধে অপহরণ, চুরি, মারামারি, পরিবেশ আইনসহ ৫টি মামলা ও তার ভাই মামুনের বিরুদ্ধে ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। মঙ্গলবার দিবাগত রাতে খুরুশকুল কাউয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.