এড. সালামতুল্লাহর নামাজে জানাজা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য, কক্সবাজার জেলার সাবেক আমীর প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক অ্যাডভোকেট সালামতুল্লাহর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুন) বাদে জোহর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলা আমীর মাওলানা আবদুস সালাম আযাদ, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ সালামতুল্লাহ, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর কাসেম। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের দ্বিতীয় ছেলে অ্যাডভোকেট সোহেল সাইফুল্লাহ জাজি ও ছোট ছেলে রিয়াজ মুহাম্মদ শাকিল। উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জাহেদুল ইসলাম, জেলা সমাজসেবা সম্পাদক সাইদুল আলম, যুব ও ক্রীড়া বিভাগীয় সম্পাদক হেদায়াত উল্লাহ, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, শহর জামায়াতের আমীর ফজলুল কাদের, কক্সবাজার শহর ছাত্রশিবির সভাপতি রকিবুল ইসলাম জেলা সভাপতি কামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আইনঙ্গনের সহকর্মীবৃন্দ জানাযায় অংশগ্রহণ করেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে রিয়াজ মুহাম্মদ শাকিল। উল্লেখ্য, এ্যাডভোকেট সালামতুল্লাহ (৮৫) ৬ জুন রাত ৮:১০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এড.সালামতুল্লাহ কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি কক্সবাজার ইসলামিয়া বালিকা কামিল মাদ্রাসা, কক্সবাজার আইন কলেজ, কক্সবাজার মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ, আলির জাঁহাল বালিকা মাদরাসা, কক্সবাজার আলহেরা একাডেমী এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজসহ অনেকগুলো শিক্ষা-প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা।

মন্তব্য করুন

Your email address will not be published.