মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে মাস্টারপাড়া শাহী জামে মসজিদের পার্শ্বে নিজস্ব জমিতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকছড়ি শাখার তত্বাবধায়নে “মাইজভান্ডারী দাতব্য চিকিৎসালয়’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭জুন) সকালে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক ও মানিকছড়ি শাখার উপদেষ্টা মো. মনির হোসেন’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির মানিকছড়ি শাখার প্রধান উপদেষ্টা ও সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এছাড়াও উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, তিনটহরী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, দরিদ্র বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী, মাইজভন্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “মাইজভান্ডরী দাতব্য চিকিৎসালয়” উপজেলাবাসীর চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি এর সাফল্য কামনা করেন।
আরো পড়ুন