৩১ আগস্ট পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদরাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদরাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এরআগে গত ২৯ জুন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১শে জুলাই পর্যন্ত করেছিল। বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার পর ২০২০ সালে ১৭ই মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.