দৈনিক পূর্বদেশের সাতকানিয়া প্রতিনিধি শহীদুল ইসলামের মা আছিয়া খাতুন আর নেই। শনিবার দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইদিন বাদে এশা নানু পুকুরপাড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন ও সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন। এক বিবৃতিতে তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।