দীঘিনালা সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আবদুল জলিল, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের রাবার বাগান নামক স্থানে জীপগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার মেরুং ইউনিয়নের রাবার বাগান এলাকায় লংগদু হতে দীঘিনালা আসার পথে অপর দিক থেকে ছেড়ে আসা জীপগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে নির্মল জ্যোতি চাকমা নামে এক স্কুল শিক্ষক নিহত হয়৷

নিহত নির্মল জ্যোতি চাকমা (৪৫) চংড়াছড়ি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চংড়াছড়ির রঞ্জণমনি কার্বারী পাড়ার শশীদানন্দ চাকমার ছেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.