বাঁশখালীতে গ্রামীনফোন সেন্টারের শুভ উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে দেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোনের সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে বাঁশখালী পৌরসভার প্রানকেন্দ্র জলদী বড় মাদ্রাসা ভবনের নিচতলায় দোয়া মোনাজাত, কেক ও ফিতা কেটে এর উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী সহ বিভাগ ও জেলা পর্যায়ের গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার অঞ্চলের রিজিওনাল হেড ফিরোজ আল মামুন, স্কার্কেল রিটেল হেড শাখাওয়াত হোসাইন, ক্লাষ্টার ম্যানেজার তামান্না রহমান, রিটেন চ্যানেল ম্যানেজার ছৈয়দ সাইফুদ্দিন খালেদ, বাঁশখালী পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব আনছুর আলী, বাঁশখালী গ্রামীণফোন সেন্টারে পরিচালক লায়ন মুহাম্মদ আইয়ুব, সমাজসেবক কাজী সাঈদ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, মিজান বিন তাহের, জিপি বাঁশখালী প্রতিনিধি মোঃ নুরুল কবির, মোঃ হাবিব, মোঃ রিদুওয়ানুল হক সহ বাঁশখালীর রিটেইলার বৃন্ধ। বাঁশখালী গ্রামীণফোন সেন্টার উদ্বোধন কালে, পরিচালক লায়ন মুহাম্মদ আইয়ুব জানান, এখান থেকে গ্রামীণফোন টেলিকমিউনিকেশনের বিভিন্ন প্রকার সার্ভিস, নতুন সিমকার্ড ক্রয়, সিম রিপ্লেসমেন্ট, সিমের মালিকানা পরিবর্তন, সিম কার্ড ও ফোনের বিভিন্ন প্রকার তথ্য সংক্রান্ত পরামর্শ ও সেবাসমূহ কোন প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হবে। এছাড়াও এখান থেকে অনুমোদিত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট ও মোবাইল এক্সেসরিজ গ্রাহকদের জন্য সুলভ মূল্যে ক্রয়ের সুবিধা থাকবে। বাঁশখালী গ্রামীণফোন সেন্টারে গ্রাহকদের সুবিধার্তে আলাদা পুরুষ ও মহিলা কাস্টমার ম্যানেজার থাকবে বলে জানান গ্রামীণফোন সেন্টার কর্তৃপক্ষ। বাঁশখালীতে এই প্রথম গ্রামীণফোন সেন্টার চালু হওয়ায় খুশি হয়েছেন এখানকার গ্রামীণফোনের গ্রাহকরা। ফিতা ও কেক কেটে উদ্বোধন শেষে সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়, পরে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.