সাতকানিয়া সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন দুবাই প্রবাসী মঈন

সাতকানিয়া সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন দুবাই প্রবাসী মোঃ মঈন উদ্দীন। রোববার (১২ মার্চ) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুবাই প্রবাসী মোঃ মঈন উদ্দীনের বাড়ি সাতকানিয়ার চরতিতে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাতকানিয়ায় পেশাদার সংবাদকর্মীদের দুইটি প্লাটফর্ম রয়েছে। একটি সাতকানিয়া প্রেসক্লাব এবং অপরটি সাতকানিয়া সাংবাদিক ফোরাম। সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহফুজ-উন নবী খোকন সভাপতি ও মো. জাহেদ হোসাইন সাধারণ সম্পাদক।

 

আর সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সকালের সময়ের প্রতিনিধি ও চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আক্কাস উদ্দীন এবং সাধারণ সম্পাদক প্রবাসীর দিগন্তের প্রতিনিধি ও চট্টগ্রাম সংবাদের সাব-এডিটর মোঃ জাহেদুল ইসলাম ।

মন্তব্য করুন

Your email address will not be published.