বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম-
চট্টগ্রামের বাঁশখালীতে ১৫ হাজার ৫ শত পিস ইয়াবা সহ ৫ জনকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) রাতে
পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি পিএবি প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার থানা সদর হরিপুর ইউপির ১ নং ওয়ার্ডের মালিতা বাড়ি এলাকার মৃত আবুল মালিতার পুত্র মোঃ আলীম হোসেন (৩৫), কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইক্যং ইউপির ৪ নং ওয়ার্ডের ডেইংগাকাটা বাহাদুর বাপের বাড়ির মৃত আবদুর রশিদ এর পুত্র মোহাম্মদ আলূ (৪৩), একই এলাকার টেকনাফ হ্নীলা ইউপির ১ নং ওয়ার্ডের দক্ষিণ রুগারঘোনা জাকির আহমদের বাড়ির মৃত জাকির আহমদের পুত্র সিকদার মিয়া (৩০), টেকনাফ লসাং হোয়াইক্যং ২ নং ওয়ার্ডের বিজিবি চেকপোস্টের পাশে নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৩), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ সারাঙ্গা সেন্নাত মাঝির বাড়ি এলাকার আব্দুর রহমানের পুত্র মোঃ কাশেম (২৮)।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে দক্ষিণ পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে
অভিযান চালিয়ে ১৫ হাজার ৫শ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।