চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন—পুলিশ যা বলল  

গাড়ীর ইন্জিং এর ত্রুটির কারণে-নাশকতা নয়

নিজস্ব প্রতিবেদক

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার একে খান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতার নয়। ইঞ্জিনে ত্রুটির কারণে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ইঞ্জিন ওভারহিট হয়ে বাসটিতে আগুন ধরেছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, যাত্রীবাহী বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে পৌঁছে একে খান মোড়ে যাত্রী নামাচ্ছিল। এসময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি। আর এটি কোনো নাশকতাও নয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.