পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় গভীর রাতে তিনটি বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো এলাকায়।
বুধবার (৫ মার্চ) রাত দেড়টার দিকে ১০-১৫ জনের ডাকাত দল ভাটিখাইন মাহবুব চেয়ারম্যান এর বাড়ি এলাকার ওবাইদুল আলম শহিদ, আবু তাহের ও শামসুল আলমের ঘরে এই ডাকাতি হয়।
স্থানীয়রা জানায়, গভীর রাত প্রায় দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার সামশুল আলমের পুত্র ওবায়দুল আলম শহীদ, পাশ্ববর্তী শ্রীমাই খালর বেঁড়ীবাধের কাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় ২/৩ জন ডাকাত তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করলে সে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ কর রাখে। এ সময় ডাকাতরা তার ঘর থেক নগদ ৫ হাজার টাকাসহ প্লাষ্টিকের ব্যাংক ভেঙ্গে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল সেট লুট করে।
প্রতিবেশী আবু তাহেরের ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয় যায়।
এরপর পার্শ্ববর্তী সামশুল আলমের ঘরে ঢুকে সামশুল আলমর স্ত্রীর কানের দুল ও নগদ ৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট নিয় যায়।
এদিকে এ ঘটনায় বহস্পতিবার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।