নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় কর্মরত হকারদের মাঝে চট্টগ্রাম সংবাদের ঈদ উপহার বিতরণ করেন দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আককাস উদদীন।
আজ ১১ই মে(মঙ্গলবার)বিকালে দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার অফিসে সাতকানিয়ায় কর্মরত পত্রিকার সকল হকারদের মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়।
ঈদ উপহার পেয়ে হকার মোঃফারুক বলেন,দীর্ঘ ১৯বছর এই জনপদে আছি এই পেশা নিয়ে কিন্তু কোন সাংবাদিক আমাদেরকে ডেকে এই ভাবে সম্মানী করেনি যেটা দৈনিক চট্টগ্রাম সংবাদ কর্তৃপক্ষ করেছেন।
এ সময় দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আককাস উদদীন বলেন,আমরা সংবাদ পরিবেশন করি আর সেই সংবাদ পত্র হকররা নিয়মিত ফেরি করে বলেই আমরা টিকে আছি, তাদের অবদান গনমাধ্যমে আমাদের চেয়েও বেশী।