সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার কাঞ্চনায় পূর্ব বিরোধ ও ত্রাণ তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ইউপি মেম্বারের ছেলে জসিমকে হত্যার ঘটনায় প্রধান আসামি খলিলুর রহমান প্রকাশ খইল্লার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাপস চন্দ্র মিত্র। তিনি বলেন, সাতদিনের আবেদনে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করে।