ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি:

অবিলম্বে ক্যাম্পাস ও হল খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের দাবি- স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিককরণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো রুটিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রহণ এবং শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় আনা।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন রাজীমের সঞ্চালনায় ইসলামের ইতিহাস বিভাগের নাজমুল মোল্লা, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, বাংলা বিভাগের শ্যামলী তানজিন অনু, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের হুমায়রা আঞ্জুম অন্তু, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আলামিন ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বাস, লঞ্চ ট্রেন, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমলসহ সব চলে। করোনা কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে? দেশের সব এগিয়ে যাচ্ছে, শুধু পিছিয়ে যাচ্ছি আমরা। শিক্ষার্থীরা পিছনে পড়লে দেশ এগিয়ে যাবে কীভাবে? শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড ভেঙ্গে যাওয়া শুরু করেছে। সর্বাত্মক লকডাউন দিয়ে সব বন্ধ রাখলে আমরাও ঘরে থাকবো। কিন্তু সব চলবে, আমরা ঘরে বসে থাকবো, এ হতে পারেনা।’
আন্দোলনকারীরা আরও জানান, আমাদের যথাসময়ে পরীক্ষা গ্রহণ না করাতে চাকরির বয়স অতিক্রম হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের দীর্ঘ বছরের শিক্ষাজীবন ব্যহত হয়ে যাবে প্রায়।

আন্দোলকারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা কাঠের ঢেঁকি হয়ে আসিনি। ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। এরপর ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়। এছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল রবিবার (২৩ মে) থেকে স্কুল, কলেজ এবং আজ সোমবার (২৪ মে) থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ফের আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

চট্টগ্রাম সংবাদ/জাই

মন্তব্য করুন

Your email address will not be published.