উখিয়ায় পাহাড়ধ্বস প্রবণ এলাকায় ইউএনও’র সতর্কতা : জরুরী প্রয়োজনে ০১৮৮২১৬০০৮২

 

খবর বিজ্ঞপ্তি : অতিবর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায়-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের ঘটনায় প্রাণহানির ঘটেছে।

শনিবার গভীর রাতে একটি খুঁদে বার্তায় উখিয়া উপজেলার পাহাড়ধ্বসের আশংকাপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

খুঁদে বার্তায় তিনি বলেছেন, অতিঝুকিপূর্ণ জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য জনপ্রতিনিধিরা কাজ করছে। এব্যাপারে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।

এ সংক্রান্ত যেকোন তথ্য প্রদান/প্রাপ্তি ও যোগাযোগের জন্য উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নাম্বার 01882160082 -এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.