চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদের দফাদার কর্তৃক স্হানীয় এক সাংবাদকর্মীকে হেনস্তা করার খবর পাওয়া গেছে।
৫ জুন শনিবার রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনে সাহারবিল ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ ওসমান গণি (পুতিয়া) কর্তৃক হামলা ও লাঞ্ছিতের শিকার হন “দৈনিক দিন প্রতিদিন” পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদকর্মী ছালেম বিন নূর।
এ বিষয়ে সংবাদকর্মী ছালেম বিন নূর চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। পরবর্তীতে সেটি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ হয়।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত দফাদার বাদীর পাশের বাড়িতে বসবাস করে, সে সুবাদে চল-চাতুরীর আশ্রয় নিয়ে দফাদার ওসমান বাদীর স্ত্রী ও বাড়ির বধুদের সাথে অশ্লীল আচরণ করতো প্রতিনিয়ত। এই কর্মকান্ডে দফাদার ওসমানকে বাদী নিষেধ করলে দফাদার ওসমান ক্ষিপ্ত হয়ে বাদীকে পরিবার সহ এলাকা ছাড়া করবে,জান মাল ক্ষতি সাধন সহ হুমকি ধামকি প্রদর্শন করতো প্রায় সময়।
৫ জুন শনিবার রাতে স্থানীয় রামপুর স্টেশনে বাদী বন্ধুর সাথে আলাপ কালে বিবাদী ওসমান দফাদার পূর্ব শত্রুতার আক্রোশে তেড়ে এসে গালি গালাজ পূর্বক পরনের শার্ট ধরে টানা-হেঁচড়া ও সর্বশরীরে কিল,ঘুষি মেরে সংবাদকর্মীকে মারাত্মক আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে সংবাদকর্মী ছালেম বিন নূর কে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে সহকারী সাব ইন্সপেক্টর মোঃ কামাল হোসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পেয়েছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) আশরাফ হোসেন জানান, সাহার বিলের রামপুর স্টেশনে দফাদার কর্তৃক এক সংবাদকর্মী কে লাঞ্ছিতের ঘটনায় একটি জিডির প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।