চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২

হাটহাজারীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুন) সকাল সোয়া ৮টার দিকে অনন্যা আবাসিক এলাকার লিংক রোড থেকে ৩৩ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে বলে জানান র‌্যাব ৭’র সহকারী পরিচালক মো.নূরুল আবছার।

আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফকিরটিলা পূর্ব খুরশিয়া এলাকার মৃত শামসুল হকের ছেলে নুরুল আফছার (৪৮) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বাঁশবাড়িয়া বালিয়াকান্দি বাজার এলাকার মৃত তৌহিদুল ইসলামের ছেলে মো. তারেকুল ইসলাম (২৮)।

উদ্ধার মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মো.নূরুল আবছার।

মন্তব্য করুন

Your email address will not be published.