শীতকাল : লিখেছেন নয়ন দেব নাথ

শীতকাল

পৌষ মাসে শীত আসে ষড় ঋতুর এই দেশে,
মাঘ মাসে সেই শীত আরো তীব্র হয়ে পড়ে।
ঘাসের ডগায় শিশির বিন্দু কুয়াশা ভেজা ভোরে,
জড়িয়ে রাখে সারাক্ষণ এক মায়াবী আবেশে।

পিঠা পায়েসের মহা উৎসব চলে গ্রামে গ্রামে,
ভাপা, পুলি ও খেজুর রস ভারি মজা লাগে।
মিষ্টি লাগে রোদ পোহাতে সকালের রোদ্রে,
উঠোন জুড়ে সেই ক্ষণে মজার আড্ডা জমে।

প্রকৃতি সাজে এই সময়ে নানান রঙের ফুলে,
মৌমাছি ব্যস্ত থাকে মধু সংগ্রহ করতে।
মুকুলে ভরে আম গাছ এই সে ঋতুতে,
বাড়ির আঙিনাও সজ্জিত শীতের সব্জীতে।

পরী আসে হলুদ শাড়ি পরে এই শীতকালে,
শিশির কণায় পা ভেজায় ভোরের সরিষা ক্ষেতে।
ঝাঁকে ঝাঁকে অতিথি আসে ঋতুবৈচিত্র্যের দেশে,
পাড়ি জমায় এই শীতে সুদূর সাইবেরিয়া থেকে।

মন্তব্য করুন

Your email address will not be published.