স্বজনদের সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

 ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শাহাদাৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে সোমবার (১৫ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে এই শ্রদ্ধা জানান তিনি।স্বজনদের সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা অনার গার্ড প্রদান করেন।

এরপর প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.