করোনায় কর্মীদের আগলে রেখেছেন যে ছাত্রনেতা

চবি প্রতিনিধি

করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ক্যাম্পাস। সবাই চলে গেছেন যার যার বাড়িতে। এরপরও ব্যক্তিগত কিংবা একাডেমিক প্রয়োজনে কিছু ছাত্র থেকে গেছেন ক্যাম্পাসে। সম্প্রতি সরকারঘোষিত লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় তারা পড়েছেন বিপাকে।

এবার বিপাকে পড়া এসব ছাত্রদের দেখভাল করতে নিজের বাড়িঘর ছেড়ে ক্যাম্পাসে থেকে গেছেন এক ছাত্রনেতা। তার নাম ইকবাল হোসেন টিপু। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, রমজানের শুরু থেকে ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের নিয়ে তিনি নিয়মিত আয়োজন করছেন ইফতার ও সেহরির। শিক্ষার্থী ছাড়াও তার আয়োজনে যুক্ত হচ্ছেন ক্যাম্পাসের পথচারী ও শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে তার এই আয়োজন চলবে রমজানের শেষদিন পর্যন্ত।

এ বিষয়ে ইকবাল হোসেন টিপু বলেন, ‘লকডাউনের কারণে ইফতারের দোকানসহ অধিকাংশ দোকানপাটই বন্ধ থাকছে। ফলে সাধারণ শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের কথা মাথায় রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের নির্দেশনায় এই আয়োজন। যতদিন শিক্ষার্থী ও ক্যাম্পাসের মেহনতি ভাইয়েরা কষ্টে থাকবে ততদিন আমার এ আয়োজন চলমান থাকবে।’

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

মন্তব্য করুন

Your email address will not be published.